Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বারবাডোজ সরকারের শুভেচ্ছাদূত রিহান্না

বিডিমর্নিং : বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ PM আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


সঙ্গীতশিল্পী, অভিনেত্রী, ব্যবসায়ী- কেবল এই পরিচয় নিয়েই সমাপ্ত নয় এবার বারবাডোজ সরকারের শুভেচ্ছাদূত হতে চলেছেন রিহান্না। নতুন এ দায়িত্ব গ্রহণের মাধ্যমে দ্বীপ রাষ্ট্রটিতে শিক্ষা, পর্যটন ও বিনিয়োগে উদ্বুদ্ধ করতে রিহান্না কাজ করবেন বলে জানা গেছে।

রাষ্ট্রটির প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি জানান, রিহান্নার দেশপ্রেমের প্রমাণ পূর্বেই মিলেছে। স্বেচ্ছাসেবামূলক কাজে এর প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাখাতে বার্বাডোজের জন্য যেভাবে সে কাজ করে চলেছে তাতে সে প্রশংসার দাবি রাখে।

মিয়া আমর মোটলি বলেন, এ দায়িত্বের জন্য রিহান্নাই সবচেয়ে বেশি উপযুক্ত। এই দেশের জন্য রিহান্নার গভীর ভালোবাসা আছে। আমরা তার দেশপ্রেমের প্রমাণ পেয়েছি।

এদিকে রিহান্না বলেন, 'নিজ দেশে এমন সম্মানজনক উপাধি পেয়ে আমি গর্বিত। এ দায়িত্ব গ্রহণের জন্য আমি প্রস্তুত এবং এ নিয়ে আমি খানিকটা আবেগাপ্লুতও।'

Bootstrap Image Preview