Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্যাতিত বীরাঙ্গনার রূপে ‘মায়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নারী এবং কবি কামাল চৌধুরীর যুদ্ধশিশু কবিতা অবলম্বনে মায়া দ্য লস্ট মাদারর নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ পথিক। সম্প্রতি ২০১৪-১৫ সালের সরকারী অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারেই আলোচিত ও সমালোচিত হচ্ছেন নির্মাতা মাসুদ পথিক।

পোস্টারে দেখা যাচ্ছে, নির্যাতিত এক বীরাঙ্গনার হাত বাঁধা নগ্নমূর্তি। জানা যায়, পোস্টারটা একজন নির্যাতিত বীরাঙ্গনার টাইপো ইমেজ। পাকিস্তানি আর্মি টর্চার ক্যাম্পে এরকম বীভৎস নির্যাতন করতো, তারই একটি চিত্র পোস্টারটিতে উঠে এসেছে। তবে পোস্টারে কার নগ্ন শরীর ব্যবহার করেছেন, তা স্বীকার করতে নারাজ নির্মাতা।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা) ও জ্যোতিকা জ্যোতি। এছাড়াও আরো অভিনয় করেছেন প্রাণ রায়, দেবাশীষ কায়সার, হাসান ইমাম, ঝুনা চৌধুরী।

পোস্টারের প্রসঙ্গ টেনে নির্মাতা বলেন, ফিল্মেরই একটি দৃশ্যে বীরাঙ্গনা নির্যাতনের এমন চিত্র ফুটে উঠেছে। চলচ্চিত্রে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় নারগীস আক্তার। তবে নির্মাতা দাবি করেন, দৃশ্যে ব্যবহৃত নারী শরীরটি নারগীস আক্তারের নয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে তার তরুণী বয়সে অভিনয় করা এক অভিনেত্রীর। তবে, এ অভিনেত্রীর নাম প্রকাশ করতে রাজি হননি মাসুদ পথিক।

উল্লেখ্য, চলতি বছর ২০ ফেব্রুয়ারী থেকে শুরু হয় মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্রের শুটিং। ঢাকা ও নরসিংদী রায়পুরায় টানা ৪০ দিন শুটিং শেষে চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে। নির্মাতা জানান, চলতি বছরই মুক্তি পাবে চলচ্চিত্রটি। সে সূত্রেই শুরু হয়েছে চলচ্চিত্রটির প্রচারণার কাজ।

Bootstrap Image Preview