Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৩ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ছুরিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই চারজনকে শাহবাগ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

Bootstrap Image Preview