Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওমানে যেতে শ্রমিকদের ভিসা লাগবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৬:২৯ PM
আপডেট: ৩১ মে ২০২২, ০৬:২৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ও ওমানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা বিনা ভিসায় ওমান যেতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে শ্রমিকদের ওমান যেতে এখন আর ভিসা লাগবে না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ওমান কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল। কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি মন্ত্রিপরিষদে আসতে হয়, সেজন্য কেবিনেট আজ সেটা অনুমোদন দিয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে, তাদের আর ভিসা লাগবে না। তবে বেড়ানোর জন্য সাধারণ লোকেরা যেতে চাইলে ভিসার প্রয়োজন হবে। যারা ওয়ার্কার তাদের লাগবে না।

Bootstrap Image Preview