Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকাসহ দেশের যে সকল অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৫:০৪ PM
আপডেট: ২৮ মার্চ ২০২২, ০৫:০৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানী ঢাকাসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে  রাজশাহীতে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪,  ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে  ৩২, সিলেটে ৩২ দশমিক ২, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪  এবং বরিশালে আজ  ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার  আবহাওয়া প্রধানত শুষ্ক  থাকতে পারে।

Bootstrap Image Preview