Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শখকে ডিভোর্সের দিয়ে এবার হৃদিকে বিয়ে করলেন নিলয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ০৩:৫৬ PM
আপডেট: ১১ আগস্ট ২০২১, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


আলোচিত অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন।  মাসখানেক আগে বিয়ে করলেও আজ বিষয়টি স্পষ্ট করেছেন  তিনি। 

বুধবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিজেই জানান নিলয়।  

তিনি জানান, তার স্ত্রীর নাম তাবাসসুম হৃদি।  তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।

জানা  গেছে, লকডাউনের মধ্যে মাসখানেক আগে নিলয়ের উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে।  করোনার কারণে ছিল না ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়।  বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।  শোবিজে নিলয়ের কয়েক বন্ধুও উপস্থিত ছিলেন।

অভিনেত্রী শখের সঙ্গে বিচ্ছেদ হওয়া নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে।  আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো।  সবার কাছে দোয়া চাই।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়।

প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে।  সেই বিয়ে টেকেনি।  আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

Bootstrap Image Preview