Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতির পিঠে চড়ে ৫২ প্রেমিক জুটির রাজকীয় বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:১২ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:১২ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিশ্ব ভালোবাসা দিবস স্মৃতির পাতায় ধরে রাখতে থাইল্যান্ডে একসঙ্গে ৫২ প্রেমিক জুটি হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন।

গেলো রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ব্যাংককের পূর্বদিকে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে বিয়ের কাজটি সারেন তারা। হাতির র‍্যালির সামনেই ছিল নৃত্যশিল্পী ও ব্যান্ড পার্টি। হাতিগুলোর পিঠে ছিলেন প্রেমিক জুটি। বিয়ের কাজটি সারতে পৃথক হাতিতে ছিলেন স্থানীয় এক কর্মকর্তা।

পাটিফাত প্যান্থানন নামে এক বর বলেন, আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম, আমি যদি বিয়ের লাইসেন্সে স্বাক্ষর করতে পারি তাহলে এটি হবে ব্যতিক্রমী অনুষ্ঠান।

হাতির পিঠে চড়ে বিয়ে অবশ্য থাইল্যান্ডে নতুন কিছু নয়। প্রতি বছর চনবুরি প্রদেশের নং নুচ ট্রপিক্যাল গার্ডেনে এই আয়োজন হয়ে থাকে। অন্য বছর প্রায় ১০০ জুটির বিয়ে হলেও এবার করোনার কারণে সংখ্যা ছিল কম।

Bootstrap Image Preview