Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। 

বুধবার (৩ জানুয়ারি) জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম লক্ষ্ণণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনাদের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, বুধবারও আগের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা। তখনই তাদের গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্ণণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ওই সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্ণণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

Bootstrap Image Preview