Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে করোনার টিকা দেয়ার তারিখ জানালেন স্বাস্থ্য সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


দেশে পৌঁছেছে করোনা ভাইরাসের টিকা। আগামী ২৭ জানুয়ারি ঢাকায় এবং ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা প্রদান শুরু হবে। আজ শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

গত বৃহস্পতিবার ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসে। এরপরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Bootstrap Image Preview