Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হিজবুল্লাহ নেতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৭:২৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৭:২৬ PM

bdmorning Image Preview


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে যুক্তরাষ্ট্রের সেনারা হত্যা করার পর উত্তেজনা সৃষ্টি হয় ইরানে। আর তাই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস বলেছেন, মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না।

ইরান যে মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রশংসাও করেন হিজবুল্লাহর এ নেতা। লেবাননের ধর্মীয় নেতা আরো বলেন, মধ্যপ্রাচ্য এখন দুই শিবিরে বিভক্ত। আমেরিকা ও তার মিত্রারা যে সম্মান হারিয়েছে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের আস্থা এবং সম্মান ফিরিয়ে আনতে পারবে না।

শেখ আলী দামুস বলেন, মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধের ফ্রন্ট গড়ে উঠেছে তাদেরকে ভীত-সন্ত্রস্ত করা যাবে না। জেনারেল সোলাইমানি এবং মুহান্দিসের হত্যাকাণ্ড এ অঞ্চলে প্রতিরোধের নতুন অধ্যায় সৃষ্টি করবে এবং আরো অনেক বিজয় আসবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সম্পূর্ণভাবে সরে যেতে বাধ্য হবে।

Bootstrap Image Preview