Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পা কেটে দেয়া হবে: রুহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:২০ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাসেম সোলাইমানির মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার মন্ত্রীসভার এক বৈঠকে তিনি বলেন, তোমরা সোলাইমানির দেহ থেকে তার হাত কেটে দিয়েছ, এই অঞ্চল থেকে তোমাদের পা কেটে ফেলা হবে। ইরানের ফার্স নিউজের বরাতে বিবিসি ও আল জাজিরা এ খবর দিয়েছে।

বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, ইরাকের আল-আসাদ মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরবিল মার্কিন ঘাটিতেঁও আঘাত হানে ইরানের মিসাইল।

আইআরজিসি বুধবার ভোররাতে এক বিবৃতিতে বলেছে, লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।

অভিযানটির নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলাইমানি’ এবং এই অভিযানের মাধ্যমে যে ‘বিজয়’ অর্জিত হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে দাবি করে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।

Bootstrap Image Preview