Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপ বর্জন করবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM

bdmorning Image Preview


চলতি বছরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কূটনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে অনুষ্ঠিত হওয়া এই আসর বর্জন করতে পারে ভারত।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, আগামী জুনে এশিয়া কাপ বিষয়ক সভা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সেই সভায় পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। গণমাধ্যমগুলোর দাবি, এই সভায় নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। গত বছরের অক্টোবরে আগামী এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানকে ঘোষণা দেয়া হয়। তখন থেকেই এশিয়া কাপ ইস্যুতে কোনো মন্তব্য করেনি বিসিসিআই।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। দলটি এশিয়া কাপ না খেললে নতুন কোনও দল এবারের শিরোপা জিতবে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে হওয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ।

Bootstrap Image Preview