Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিং বিপর্যয়ে কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রথম ওভারে মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে ১৪ রান তুলে নেয় কুমিল্লা। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে দলটি।

মাত্র ১০ রান তুলতেই সাজঘরে ফিরেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। দুর্দান্ত বোলিংয়ে সৌম্যকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন মেহেদী হাসান। ৭ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন ডেভিড মালান ব্যাটিং করছেন ৭ রানে । আরেক ওপেনার রাজাপাকশে ব্যাটিং করছেন ২৭ রানে।সৌম্যর দ্রুত বিদায়ে দেখেশুনে খেলতে চেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু স্পিনার মেহেদী হাসানকে হাঁটু গেড়ে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে জাকের আলীর হাতে ধরা পড়েন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে দ্বিতীয় উইকেট তুলে নেন মেহেদী।

সংক্ষিপ্ত স্কোরঃ

কুমিল্লা ওয়ারিয়র্সঃ ৫২/২, ওভার- ৮

মেহেদি রানা:৪-২-৯

Bootstrap Image Preview