Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরী ধর্ষণ মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের বাঁশখালীতে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। তিনি বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও এজাহারে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

Bootstrap Image Preview