Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র ৭ মাস বয়সী চার্লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বয়স মাত্র সাত মাস, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক এলাকায় মেয়র হলো এক শিশু। উইলিয়াম চার্লস ম্যাকমিলানই এখন দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টেক্সাসের হোয়াইটহিলের শিশু চার্লস ম্যাকমিলান সবার কাছে চার্লি নামেই পরিচিত। মজার কথা হচ্ছে, শহরটির নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছে।

এ সপ্তাহের রবিবার শপথ নেওয়াও হয়ে গিয়েছে তার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে দৃষ্টান্ত গড়ল চার্লি।

গত অক্টোবর শহরটির সম্মানসূচক মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছিল চার্লি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর লক্ষ্যে গ্রিমস কাউন্টির বাসিন্দারা নির্বাচিত করেন এই শিশুকে।

স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, প্রতি বছর সম্মানসূচক মেয়র পদটির জন্য জরিপ করা হয়। সেইভাবে এই বছর চার্লিকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হয়।

এদিকে চার্লির শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাবা চ্যাড ও মা ন্যান্সি ম্যাকমিলানের সঙ্গে দাঁড়িয়ে শপথ নিতে নিচ্ছে ছোট্ট চার্লি।

Bootstrap Image Preview