Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাসকিনের জায়গায় মুগ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


দুই পরিবর্তন এনে চট্টগ্রাম পর্ব শুরু করছে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ। তাতে বিপিএলে অভিষিক্ত হলেন ১৯ বছরের গতিময় পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।

বাদ পড়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার জায়গায় খেলছেন ব্যাটিং অলরাউন্ডার আল-আমিন। মুগ্ধ ও আল-আমিনকে প্লেয়ার্স ড্রাফটে নেয়নি কোনো দল। চট্টগ্রাম পর্ব শুরুর আগে রংপুর তাদের স্কোয়াডে টানে।

রংপুরের ছেলে মুগ্ধ কিছুদিন ঢাকা প্লাটুনের নেটে বোলিং করেছেন। সম্ভাবনাময় এ পেসার দীর্ঘদিন লড়েছেন চোটের সঙ্গে। জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরেন। তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নেন ৯ উইকেট।

বিপিএলের গত আসরে তাসকিন দারুণ বোলিং করলেও এবার দেখা যাচ্ছে না চেনা দ্যুতি। সবশেষ ম্যাচে ১ ওভারে ১৪ রান দেয়ার পর আর সুযোগই পাননি বল হাতে নেয়ার। প্রথম ম্যাচে ২ ওভারে দেন ২৩ রান। দুই ম্যাচেই ছিলেন উইকেটহীন। তার দল রংপুরও হেরেছে ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচই।

Bootstrap Image Preview