Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাজাহান খানের সাথে লাইভ টক শো করতে চাই: ইলিয়াস কাঞ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানের আনিত অভিযোগের উদ্দেশ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’

বুধবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এসময় তিনি আরও বলেন, নিসচার পক্ষ থেকে ইতোপূর্বে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।

শাজাহান খানের উদ্দেশে সাংবাদিক সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে পরিবহন নেতা শাজাহান খান বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, ক’জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করতেছি।’

 

Bootstrap Image Preview