Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের দিয়ে গঠিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চট্টগ্রাম মহানগর শাখা সাশ্রয়ী দামে জনসাধারণের কাছে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে। আর এ লক্ষ্যে আগামীকাল থেকে পাঁচটি থানার প্রতিটিতে দিনে এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিউলি ভৌমিক।

তিনি জানান, প্রতিকেজি পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও ও ইপিজেড থানা পুলিশের সহযোগিতায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রির কার্যক্রম প্রাথমিকভাবে এক সপ্তাহ চলবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির ডিসি (সদর) শ্যামল কুমার নাথ বলেন, চট্টগ্রাম পুনাকের নিজস্ব তহবিল থেকে আমদানিকারকদের পেঁয়াজ কিনে বিনা লাভে তা জনসাধারণের কাছে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের স্ত্রী পদাধিকার বলে চট্টগ্রাম নগর পুনাকের সভাপতি ও উপ-কমিশনার (সদর) এর স্ত্রী হয়ে থাকেন সাধারণ সম্পাদক।

Bootstrap Image Preview