Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০২:০২ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ রোববার দুপুর ২টা থেকে প্রতিবাদ সমাবেশটি শুরু হবে।

বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। ’

রিজভী আরও বলেন, ‘আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেসক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা যায়নি।

Bootstrap Image Preview