Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় মেয়েকে নির্দয়ভাবে মারল বাবা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


পানি-কাদায় মাখামাখি ঘরের উঠোনে মেয়েকে ফেলে লাথি মারছেন বাবা। একই সঙ্গে চলছে এলোপাতাড়ি চড় থাপ্পড়। মেয়েটিকে নির্মম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে ভারতের আসামের চামাগুড়ি এলাকায়। মেয়েকে পতিতাবৃত্তি করতে পাঠাতে চাইলে তাতে রাজি না হওয়ায় এমন নির্দয়ভাবে পেটান বাবা। 

ভিডিওতে দেখা যায়, বাবার নির্দয় পিটুনি থেকে বাঁচতে আর্তনাদ করছেন মেয়ে। তবে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। মেয়েটির আর্তচিৎকারে অনেক্ষণ পরে প্রতিবেশীদের কেউ কেউ এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। সরিয়ে নিয়ে যাওয়া হয় বাবাকে। কিন্তু একটু পর তিনি ফের ছুটে এসে মেয়েকে পেটাতে থাকেন।

কলকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেয়েটির বাবার নাম জামাল উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মেয়েকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। প্রতিবেশীদের কেউ একজন সেই মুহূর্ত মোবাইলে ভিডিও করেন। পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নওগাঁও হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview