Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা, বাবা, ভাই-বোনকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালালো কিশোরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


এক কিশোরী মা, বাবা, ভাইবোনসহ পরিবারের সাতজনকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে । উত্তর প্রদেশের মোরাদাবাদ এলাকার এ ঘটনাটি ঘটেছে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল মেয়েটি। যে ছেলের সঙ্গে সে পালায়, সেই ছেলেটি তাকেই ধর্ষণ করার অভিযোগে জেল খেটেছে। বর্তমানে জামিনে মুক্ত।

পুলিশ জানিয়েছে, এই সম্পর্ক মেনে নিতে চায়নি পরিবার।

মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার উদয় শঙ্কর সিং। তিনি জানান, মেয়েটির পরিবারের দুই সদস্যকে হাসপাতাল থেকে ছাড়া হলেও এক নারী ও এক শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মেয়েটির বাবা। তার অভিযোগ ছিল, মেয়েকে ধর্ষণ করেছে ওই যুবক।

জামিনে মুক্তি পেয়ে ছেলেটি মেয়েটির পরিবারকে হুমকিও দিয়েছিল।

Bootstrap Image Preview