Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রেমিকাকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমনকি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলো সে। 

জানা গেছে, অভিযুক্ত প্রদীপ সিংয়ের বাড়ি পশ্চিবঙ্গের পুর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার। কিন্তু পেশার কারণে সে বর্ধমানে থাকত। ফেসবুকে তার সাথে আলাপ হয় দক্ষিণ ২৪ পরগনার বোড়াল এলাকার এক যুবতীর সাথে 

 ২০১৮-র সেপ্টেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে প্রদীপের সঙ্গে আলাপ হয় তার। সেই আলাপ থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে।

যুবতী জানিয়েছেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলো প্রদীপ সিং। বেশ কয়েকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। বেশ কিছুদিন তাদের মধ্যে এভাবেই ঘনিষ্ঠ সম্পর্ক চলতে থাকে। কিন্তু তারপর হঠাৎই একদিন বিয়েতে বেঁকে বসে প্রদীপ। শুধু তাই নয়, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে শুধু হয় ব্ল্যাকমেইল করা।

নির্যাতিতার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় প্রদীপ সিং। বদলে তার কাছে দাবি করে ১০ লাখ টাকা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Bootstrap Image Preview