Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়িতে ডেকে প্রেমিককে বিষ খাওয়ালো প্রেমিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বাড়িতে ফোন করে ডেকে এনে প্রেমিককে বিষ খাওয়ানোর অভিযোগ উঠলো প্রেমিকার বিরুদ্ধে। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রেমিকের নাম আমিরুন মোল্লা (২৫)। এলাকার স্থানীয় এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আমিরুনের। বেশ কিছুদিন সুসম্পর্ক ছিল দুজনের মধ্যে। কিন্তু তারপর হঠাৎ ছন্দপতন হয়।

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই যুবতী। কিন্তু সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন আমিরুন। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিলো। এরপরই আমিরুনকে ফোন করে বাড়িতে ডেকে পাঠান ওই যুবতী। তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন প্রেমিক আমিরুনকে।

গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় আমিরুনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছে আমিরুনের পরিবার।

Bootstrap Image Preview