Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাকির নায়েকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মাহাথির মোহাম্মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাকির নায়েককে শেষ পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পুত্রজায়াতে এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান মাহাথির মোহাম্মদ। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেন, এখনও পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি। জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে না।

এদিকে মাহথিরের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন মালয়েশিয়ান ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি দাতুক সেরি আবদুল হাদি। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে বুদ্ধিমানের মতো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে মাহাথির মোহাম্মদ বলেছিলেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠালে তাকে খুন করা হতে পারে। আর এ কারণেই আমরা তাকে ফেরত পাঠাতে পারি না। জেনেশুনেই আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।

Bootstrap Image Preview