Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মশা মারতে ব্যর্থ দেশের ওষুধ, ভারতের সাহায্য চাইবে বাংলাদেশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মশা মারতে যে ওষুধ রয়েছে তা ঠিকঠাক কাজ করছে না। তাই ভারত থেকে সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মতে, মশা মারার ওষুধ কাজ না করায় জরুরি ভিত্তিতে ভারত থেকে হলেও ওষুধ সংগ্রহের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

কাদের বলেন, দুই সিটি কর্পোরেশনের মেয়রকে জনসচেতনতা বাড়াতে মিডিয়াসহ সবার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার ভারতের ‘এই সময়’ অনলাইন নিউজ পোর্টালে এরকম একটি খবর প্রকাশ করা হয়েছে। ওবায়দুল কাদের কোথায় কখন এসব কথা বলেছেন তার কোনো তথ্য দেয়া হয়নি।

Bootstrap Image Preview