Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৈধ রিকশাগুলোতে বসবে কিউআর কোড: মেয়র আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে বাইলেনে রিকশা চলাচল করতে পারবে। আর যেখানে বাইলেন নেই, সেখানে ভেতরের সড়ক দিয়ে রিকশা চলাচল করবে। এছাড়াও বৈধ রিকশাগুলো শনাক্ত করতে বসানো হবে কিউআর কোড।

বুধবার (১০ জুলাই) দুপুরে গুলশানে নগরভবনে রিকশা মালিক, চালক প্রতিনিধি এবং ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উদাহরণস্বরূপ তিনি বলেন, কুড়িল থেকে রামপুরা পর্যন্ত বাইলেন আছে। একটি রিকশা যদি কুড়িল থেকে রামপুরা যেতে চায়, তাহলে বাইলেনে দিয়ে যেতে হবে। আর যেখানে বাইলেন নেই সেখানে ভেতরের রাস্তা দিয়ে যাবে। তবে কুড়িল রোডের শেষ প্রান্তে রিকশা ইউটার্ন নিতে পারবে। পাশাপাশি রামপুরা ব্রিজও ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহালের পাশাপাশি অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে বৈধ রিকশাগুলোকে কিউআর কোড করে দেয়া হবে।

‘এটার যেন নকল না হতে পারে, সে জন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি ও প্রযুক্তিবিদদের কাজে লাগানো হবে। চালকদের ডাটাবেস তৈরি করে ওয়ার্ডভিত্তিক রিকশা চালকদের জন্য বিভিন্ন রঙের ড্রেসও দেয়া হবে।’

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে দুই হাজার ৩০০ কিমি রাস্তা আছে। এর মধ্যে মাত্র ১৫ কিমি সড়কে রিকশা বন্ধ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মূল সড়কেও রিকশা বন্ধ করে দেয়া হবে।

Bootstrap Image Preview