Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ রাসেল শিশু পার্ক থেকে শতাধিক যুবক-যুবতী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর শেখ রাসেল শিশু পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে প্রায় শতাধিক যুবক-যুবতীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসীর তথ্য মতে, অনেকদিন ধরেই পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। আজ এ অভিযানটিকে এলাবাসী সাধু বাদ জানায়। এদিকে আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়ায় এলাকার মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। তবে আজ জেলা প্রশাসকের নিদের্শে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Bootstrap Image Preview