Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় ফেল করিয়ে দেব বলে স্কুলছাত্রীকে প্রধান শিক্ষকের ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৯:৪৯ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে প্রধান শিক্ষক। ঘটনাটি রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৯ জুন) রাতে ঢাকা মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে (৫৫)গ্রেফতার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, শিক্ষক সিরাজুল ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে এবং নম্বর কম দেবে এ রকম ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

মেয়েটিকে একাধিকবার ‘ধর্ষণ করা হয়’ জানিয়ে তিনি বলেন, সর্বশেষ গত ২৪ জুন ওই ছাত্রীর এক বান্ধবীর বাসায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রীর মা শনিবার রাতে মামলা করার কিছুক্ষণের মধ্যেই কামরাঙ্গীরচরের নবীনগর এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview