Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাকা-স্বর্ণ চুরির দায়ে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মারামারি, স্বর্ণালঙ্কার ও টাকা চুরির মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম ফয়সালের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে টাকা, স্বর্ণালঙ্কার চুরিসহ মারামারি করার অভিযোগ আনা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, স্থানীয় একটি সমস্যায় ফয়সাল মৃধার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি।

মামলাটিতে ছয় আসামির মধ্যে ফয়সাল মৃধা প্রধান আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview