Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৩ নারীকে ফাঁদে ফেলেছেন এই নকল মেসি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview


মেসির মত দেখতে ইরানের যুবক রেজা পারাসতেশকে সবাই দ্বিতীয় লিওনেল মেসি হিসাবে জানে। মেসির মত অবিকল খেলা না পারলেও দেখতে তাঁরা একই রকম। 

ফুটবল জাদুকর মেসির চেহারার সাথে অবিকল মিল থাকায় নারীদের ফাঁদে ফেলতেন ইরানের এই যুবক। আর এই সম্পর্ক গড়াত অনেক গভীর পর্যন্ত। এভাবে এক এক করে মোট ২৩ জন নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় জড়ান ওই ব্যক্তি। তাও মাত্র দু'বছরের মধ্যে। 

'ফেক মেসি' হিসেবে বেশ পরিচিতিও লাভ করেন ইরানের ওই যুবক। অভিযোগ, এরপর থেকে নিজের দেশের নারীদের ফাঁদে ফেলার জাল মেলতে শুরু করেন তিনি।

Bootstrap Image Preview