Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠীতে হালিম হাওলাদার (৫৮) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নৃশংষভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে রায়েরকাঠী গ্রামের মৃতঃ ইয়াকুব আলী হাওলাদার ছেলে।

নিহতের বড় ভাই হানিফ হাওলাদার জানান, তার ছোট ভাই হালিম হাওলাদার মঙ্গলবার (২৫ জুন) রাতে দোকান থেকে বাড়িতে ফিরে না আসায় আমরা তাকে খুঁজেছি। কিন্তু রাত-ভোর খুঁজেও তাকে পাওয়া যায়নি। বুধবার (২৬ জুন) সকালে তার গলাকাটা লাশ রায়েরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, এলাকার একটি ডোবায় এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Bootstrap Image Preview