Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় নগ্ন ছবি নেটে ছাড়ার হুমকি শিক্ষকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের আলাল উজ্জামান আলাল নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ জুন) সকালে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আটককৃত আলাল ওই উপজেলার চিয়ারি গ্রামের আব্দুল মোন্নার ছেলে। তিনি কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক আলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কুপ্রস্তাবসহ যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি নগ্ন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানালে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা।

এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করে। পরে পরদিন সকালে ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

Bootstrap Image Preview