Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদে অদ্ভুত ফ্যাশন! প্যান্টের সঙ্গে শাড়ি-ব্লাউজ পরছে মেয়েরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শুধু ঈদ নয় কিটি পার্টি, বিয়ে বা বন্ধুদের জমকালো গেট টুগেদারে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনার জন্য চাই নতুন কিছু।

সেটা হতে পারে শাড়িও! কিন্তু কেমন হয় প্রচলিত ট্রেডিশনাল শাড়ির থেকে বেরিয়ে অন্যভাবে নিজেকে উপস্থাপন?

এ ধরনেরই প্যান্ট শাড়ি এনেছে একটি ফ্যাশন হাউজ। জিন্স কিংবা প্যালাজ্জো স্টাইলের প্যান্টে একরঙা শাড়ি এবং কন্ট্রাস্ট ব্লাউজের এই ট্রেন্ড এখন ফ্যাশনে ইন!

যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এ ড্রেস নিয়ে নানা মন্তব্য করছেন।

Bootstrap Image Preview