Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু 

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


ফেঞ্চুগঞ্জের রত্না নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে মাহফুজা বেগম (৬)। 

শুক্রবার (২৪ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের সময় মাহফুজাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের রত্না নদীতে মাহফুজাকে ভেসে উঠতে দেখেন প্রতিবেশীরা। তাৎক্ষণিক তাকে নদী থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থানরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ মে) একই গ্রামের আরো ২ জন শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।
 

Bootstrap Image Preview