Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বারবার ধর্ষিত হয়েও মাকে বুঝাতে পারেননি প্রতিবন্ধী মেয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ১৬ মে ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে ৬০ বছর বয়সি মুদি দোকানি লিয়াকত ফকির। প্রথমবারই ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী তার মাকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে বিষয়টি বুঝানোর চেষ্টা করলেও মা তা বুঝতে পারেনি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে একইভাবে প্রতিবেশির একটি খালি ঘরে নিয়ে কিশোরীকে পুনরায় ধর্ষণের চেষ্টা করে লিয়াকত। কিন্তু এবার কিশোরীর মা দেখে ফেলায় তার চিৎকারে ধর্ষক লিয়াকত পালিয়ে যায়। 

এ ঘটনার পর দুপুরে কিশোরীর বাবা বাদি হয়ে মুদি দোকানি লিয়াকত ফকিরে বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে উপজেলার চন্দ্রহার গ্রামে অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লিয়াকত ফকির উপজেলার চন্দ্রহার গ্রামের মৃত গণি ফকিরের ছেলে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের এসআই মো. তৌহিদুজ্জামান।

Bootstrap Image Preview