Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আড়াইহাজারে বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী গ্রামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বিধবা নারীর নাম আয়তুন বিবি (৪৫)। তিনি ঐ গ্রামের মৃত সহিদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার (১৪) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, দুই বছর পূর্বে আয়তুন বিবির স্বামী সহিদ মিয়া মারা যান। তার কোনো সন্তান না থাকায় ঘরে একাই থাকতেন। মঙ্গলবার সকালে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আড়ইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের আগে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Bootstrap Image Preview