Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:০২ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।  ডাবলিনে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।

নিয়ম রক্ষার ম্যাচ হওয়ার কারণ টানা দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটির হার জীত ফাইনালে কোনো গুরুতবহণ করছে না।  তা সত্বেও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না মাশরাফিরা।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া আইরিশরাও। সিরিজে তিনটি ম্যাচ খেলে ফেললেও এখনো জয় অধরা তাদের কাছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ হারলেও বাংলদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি কারণে পরিত্যাক্ত হয়েছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে। হেরেছে ২টিতে, ফল হয়নি ১ ম্যাচে। ২০১০ সালের পর আইরিশদের বিপক্ষে কখনো হারেনি বাংলাদেশ।

Bootstrap Image Preview