Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই লাখ জাল টাকাসহ মূল হোতা গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০১:১১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি বিশেষ টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৩২ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দলনেতাসহ চার জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮) (দলনেতা), মো. মিন্টু ব্যাপারী (৩২), মো. রুবেল ব্যাপারী (৩২) ও মো. দুলাল মিঞা (৬০)। এ সময় তাদের হেফাজত হতে ২ লক্ষ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

১৩ মে ২০১৯ বিকাল ১৬.০৫ টায় শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তৈরিকৃত জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করত।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview