Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রমজান মাসে ‘হিন্দু হোটেলে’ খাবার বিক্রি, পরিবহন শ্রমিকদের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


রমজান মাসে ‘হিন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর ব্যানারে মুসলমানদের কাছে খাবার বিক্রির অভিযোগে পাঁচ রেস্টুরেন্টে হামলা চালিয়েছেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (১০ মে) বেলা আড়াইটার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, কদমতলী বাস টার্মিনালের কয়েকটি রেস্টুরেন্টে রমজান মাসে পর্দা টানিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তবে অভিযোগ ওঠে এসব রেস্টুরেন্টে মুসলিম সম্প্রদায়ের লোকজনও খাবার খেতে যান।

এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক মিয়ার নেতৃত্বে একদল শ্রমিক গিয়ে কৃষ্ণ দাস, সুজন দাস ও রঙ্গলাল দাসসহ পাঁচজনের রেস্টুরেন্টে হামলা চালান।

এ সময় তারা হোটেলের খাবার সামগ্রী ফেলে দেন এবং সামনে টানানো পর্দা টেনে খুলে ফেলেন।

এ বিষয়ে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক বলেন, হিন্দু রেস্টুরেন্টের নামে পর্দা টানিয়ে মুসলমানদের খাওয়ানো হচ্ছিল। তাই তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। পর্দা না টানিয়ে রেস্টুরেন্ট খোলা রাখতে তাদেরকে বলা হয়েছে। যাতে ভেতরে কারা খাবার খাচ্ছে তা লোকজন দেখতে পারে।

Bootstrap Image Preview