Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরিবর্তন করে জার্সিতে যুক্ত হলো লাল রং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


সমালোচনার মুখে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিবর্তন করা হয়েছে। জার্সিতে যুক্ত হবে লাল রং। পরিবর্তিত ডিজাইনের অনুমোদন দিয়েছে আইসিসি। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

সোমবার (২৯ এপ্রিল) বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর বাংলাদেশ জাতীয় দলের জার্সি উন্মোচন করে বিসিবি। অধিনায়ক মাশরাফীর হাতে তার দুই নম্বর জার্সিটাই তুলে দিলেন বিসিবি সভাপতি।

নতুন জার্সিতে বাংলাদেশের বিশ্বকাপ দল ফটোসেশনও করে। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা। জার্সির ডিজাইন ও রং নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিসিবি।

সবুজ জার্সিতে কোন লালের ছোঁয়া না থাকাতেই শুরু হয় আপত্তি। তবে নতুন জার্সির হাতায় লাল রং দেওয়া হয়েছে। এছাড়া আগের জার্সিতে বাংলাদেশ লেখাটি ছিল সাদা। সেটা এবার লাল রঙের উপরে সাদা রং দিয়ে বাংলাদেশ লেখা থাকবে। এই দুই জায়গায় ছাড়া বাকিটা আগের জার্সির নকশাই রাখা হয়েছে।

Bootstrap Image Preview