Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলির জন্য বিশ্বকাপ জিতবে না ভারত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


নিঃসন্দেহে বিরাট কোহলি এখন ক্রিকেট বিশ্বের সব থেকে বড় তারকা। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে তাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত।কিন্তু মুম্বাইয়ের এক জ্যোতিষী বলছেন অন্য কথা। বিরাট কোহলির জন্যই নাকি ইংল্যান্ড বিশ্বকাপ জয় করতে পারবে না ভারত।

মুম্বাইয়ের জনপ্রিয় জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। ক্রিকেট জগতের সঙ্গেও তার যোগ রয়েছে বেশ ভালো রকম। এর আগেও বড় কোনও টুর্নামেন্ট শুরুর আগে তিনি নিজের জ্যোতিষ বিদ্যার বলে  ভবিষ্যদ্বাণী করেছেন। বেশ কয়েকবার তার করা ভবিষ্যদ্বাণী মিলে গেছে। 
  
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ অধিনায়ক বিরাট কোহলির জন্মসাল। 'হাউজ্যাট' নামের একটি বই প্রকাশ করেছেন লোবো। সেখানেই তিনি বলেছেন, ''বিরাট কোহলির জন্মসালটা ১৯৮৬ কিংবা ১৯৮৭ সালে হলে সমস্যা ছিল না। কিন্তু ১৯৮৮ সালে জন্মগ্রহণকারী কারও জন্য এই বছরটা ভাল যাবে না।'' 

লোবোর বইপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। তার উপস্থিতিতেই লোবো এমন ভবিষ্যদ্বাণী করেছেন। লোবো বলেন, এই ব্যাপারে কথা বলতে আমি কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে ফোন করেছিলাম। তাকে ব্যাপারটা জানাতে আমার খুব কষ্ট হচ্ছিল। 

প্রয়োজনে অধিনায়ক বদল করে সমস্যার সমাধান করা যায় কি না, তাও জিজ্ঞেস করেছেন রাজকুমার শর্মা।

তবে উপায় একটা রয়েছে বলে জানিয়েছেন লোবো। তিনি মহেন্দ্র সিং ধোনিকে দল থেকে বাদ দিতে বলেছেন। লোবো বলেছেন, আমরা আরও একবার বিশ্বকাপ জিততে পারি। সেক্ষেত্রে ধোনিকে বাদ দিতে হবে। 

Bootstrap Image Preview