Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের সেমিফাইনালে সৌরভের পছন্দের চারটি দল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৪৪ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


 

শক্তির নিরিখে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ তো বটেই, যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট। ভারতের সঙ্গেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০০৩-এর বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠেছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আগামী বিশ্বকাপের রাউন্ড রবিন ফর্ম্যাটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সৌরভ সংবাদসংস্থাকে এক সাক্ষাত্কারে বলেছেন, সেমিফাইনালে ওঠার দাবিদার হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে বেছে নিচ্ছেন।

একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার রাউন্ড রবিন ফর্ম্যাটে সেমিফাইনালের আগে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে।

সৌরভ বলেছেন, আগামী বিশ্বকাপে টানটান লড়াই হবে। ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তারা যে কোনও টুর্নামেন্টেই ফেভারিট বলে গন্য হবে। এবারের বিশ্বকাপের ফর্ম্যাটই সম্ভবত সবচেয়ে সেরা হতে চলেছে। সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে। আর সেখানে কোনও দলকেই হারানো সহজ হবে না।

চলতি আইপিএলে নয়টি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। সৌরভ মনে করছেন, এতে বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন আক্রমণের অন্যতম হাতিয়ারের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। বিশ্বকাপে উইকেট পাবে। ও দুর্দান্ত বোলার।

Bootstrap Image Preview