Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে হারিয়ে যাওয়া বল পাওয়া গেল আম্পায়ারের পকেটে !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


সমালোচনার পর এবারের আইপিএলে একটি হাস্যকর ঘটনা ঘটলো। আর এই নিয়ে রীতিমত মজা করতে শুরু করেছে ক্রিকেট ভক্ত-অনুসারীরা।

ভাবছেন কি সেই ঘটনা? গতকাল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলিভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের এমন অদ্ভুত ঘটনা ঘটে। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৪ তম ওভারের সময় বল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আম্পায়াররাও হন্য হয়ে খুঁজছিলেন কোথায় গেল বল! ক্রিজে থাকা এবি ডি ভিলিয়ার্স হাসছিলেন। পরে নতুন বল নিয়ে আসা হয়।

পরে দেখা যায়, ম্যাচের আম্পায়ার শামসুদ্দিনের জন্যই এ বিপত্তি ঘটেছে। তিনি নিজের পকেটে বলটি রেখেছিলেন। কিন্তু বিষয়টি তার মনে ছিল না। ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৭ রানে জয় পায় বেঙ্গালুরু।

Bootstrap Image Preview