Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ অবসরে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সদস্য হেলস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪০ দিন বাকি। এমন সময়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের ঘোষিত বিশ্বকাপ দলের সদস্য এলেক্স হেলস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট কে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডার এই ব্যাটসম্যান।

কাউন্টি সহ সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন হেলস। এমনকি কবে ফিরবেন সেধরনের কোনো সময়সীমাও বেধে দেননি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা একজন ক্রিকেটারের এমন সিদ্ধান্ত ইংল্যান্ড ক্রিকেটে যেন আঘাত হয়ে এল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই বিরতি নিয়েছেন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান হেলস। ধারনা করা হচ্ছে মানসিক বিষন্নতার জন্যই তার এই সিদ্ধান্ত।

৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান হেলসের দল নটিংহামশায়ার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘অ্যালেক্স হেলস কিছু ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছে। সে কবে ফিরবে, তা বলা যাচ্ছে না।’ 

ইংল্যান্ডের হয়ে ৭০ টি ওয়ানডে খেলেছেন তিনি।হাঁকয়েছেন ৬ টি শতক।ট্রেন্ট ব্রিজে তার করা ১৪৭ রানের ইনিংসের দিনেই অজিদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের (৪৮১/৬) রেকর্ড করে ইংল্যান্ড।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড দল। বিশ্বকাপের আগে আগে ছয়টি ওয়ানডে ম্যাচও খেলবে তারা। সেখানে এখন পর্যন্ত বিবেচনায় রাখা হয়েছে হেলসকে। আশা করা হচ্ছে, বিশ্বকাপের অনুশীলনে যোগ দিতে পারবেন হেলস।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডঃ

জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, মার্ক উড, অ্যালেক্স হেলস, টম কারেন, জো ডেনলি ও ডেভিড উইলি।

Bootstrap Image Preview