Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে জয়ের মুখ দেখলো হায়দ্রাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:২২ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:২২ AM

bdmorning Image Preview


বুধবার এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল হায়দ্রাবাদ।

বুধবার রাতে ম্যাচে চেন্নাই শিবিরে বিশ্রামে ছিলেন ধোনি। অনুশীলনের সময় পিঠে খিঁচ লাগায় এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ককে। মাহির অনুপস্থিতিতে সানরাইজার্সের বিরুদ্ধে সিএসকের নেতৃত্ব দেন সুরেশ রায়না। 

চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে আইপিএল ২০১৯ পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল হায়দরাবাদ। অন্য দিকে, চেন্নাই ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষেই রয়েছে। দুইয়ে আছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইটরাইডার্স রয়েছে ছয়ে। 

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে চেন্নাই সুপার কিংস। ডু প্লেসি সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ওয়াটসন করেন ৩১। হায়দরাবাদ ১৬.৫ ওভারেই ৪ উইকেটে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয়। জনি বেয়ারস্টো ৬১ রানে অপরাজিত থাকেন।

Bootstrap Image Preview