Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন পান্ত ও রাইডু 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview


গত সোমবার আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। সেই  দলে জায়গা হয় না রিশাভ পান্ত ও আম্বাতি রাইডুর। এবার সবাইকে অবাক করে এই দুই ক্রিকেটারকে বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসাবে রাখলো বিসিসিআই।

মাহেন্দ্র  সিং ধোনির বিকল্প হিসেবে খেলার কথা পান্তের কিন্তু তাঁর ঠিক উল্টোটা হয়। লন্ডনের বিমানে ওঠার টিকিট হাতে পেয়েছেন দীনেশ কার্তিক৷ এ নিয়ে সমালোচনা কম হয়নি৷ ফর্মে থাকা পান্তকে  না নিয়ে কেন, কার্তিককে রাখা হয়েছে৷ প্রশ্ন তুলতে শুরু করেন বিশেজ্ঞরা৷ রায়ডুকেও বিশ্বকাপের দলে রাখা উচিত ছিল বলেও জানান প্রাক্তনদের অনেকে৷

পিটিআই-কে দেওয়া সাক্ষাতকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা  জানান, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিশ্বকাপেও তিন জন স্ট্যান্ডবাই রাখা হচ্ছে৷ তিনজনের মধ্যে ঋষভ পন্ত, অম্বাতি রায়ডু এবং নভদীপ সাইনি থাকছে৷ ১৫ জনের মধ্যে কেউ চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে প্রয়োজন মতো এই তিন জনের মধ্যে থেকে দল ঢুকবে৷’ তবে আইসিসি-র নিয়মানুসারে, ১৫ জনের কেউ চোটের জন্য ছিটকে গেলে বিশ্বকাপের সাম্ভাব্য দলের থেকে যে কেউ বদলি হিসেবে খেলতে পারবে৷

Bootstrap Image Preview