Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বক্স ভর্তি পর্ন ফিল্মের জন্য বাবা মায়ের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


পর্নোগ্রাফির সংগ্রহ আঁস্তাকুড়ে ফেলে দেওয়ায় বাবামার বিরুদ্ধে মামলা করছে এক লোক। এই লোক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বাসিন্দা। লোকটির দাবি, ফেলে দেওয়া ওই পর্নোগ্রাফির মূল্য ২৯ হাজার ডলার। ৪০ বছর বয়সী লোকটি গত সপ্তাহে মিশিগানের ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন।

ওই ব্যক্তি জানান, ইন্ডিয়ানার মুন্সি এলাকাতে স্থানান্তরিত হয়েছেন তিনি। কিন্তু তার নতুন বাড়িতে জিনিসপত্র ঘেঁটে দেখেন, সেখানে ১২ বক্স পর্নোগ্রাফিক চলচ্চিত্র এবং ম্যাগাজিন নেই। 

তিনি জানান, তার বাবা-মা স্বীকার করেছেন তারা পর্নোগ্রাফিগুলো আঁস্তাকুড়ে (ডাম্প) ফেলে দিয়েছেন। এগুলোর মধ্যে 'ফ্রিসকি বিজনেস' এবং 'বিগ ব্যাড গ্র্যানি' শিরোনামের পর্নোগ্রাফিও ছিল। 

লোকটি পুলিশের কাছেও এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে। এদিকে লোকটির বাবা সন্তানের উদ্দেশে এক বার্তায় বলেছেন, আমি তোমাকে এসব নোংরা আবর্জনা থেকে মুক্তি দিয়েছি।

লোকটি পর্নোগ্রাফি ফিল্মগুলোর মোট মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ বা ৮৭ হাজার ডলার দাবি করেছে। 

Bootstrap Image Preview