Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে নিয়ে বিপাকে পড়েছেন মুমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১২:০৯ AM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১২:০৯ AM

bdmorning Image Preview



আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন জাতীয় দলের 'টেস্ট স্পেশালিস্ট' খ্যাত মুমিনুল হক। কিন্তু বিয়ের আগে এক অন্যরকম সমস্যায় পড়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাঁর বিয়ের দিনেই আছে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগে ৮ ম্যাচে ৫৪.১৬ গড়ে ৩২৫ রান করেছেন মুমিনুল। সুপার লিগের তৃতীয় পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা পড়েছে ঠিক ১৯ এপ্রিল। 

তাই কোন উপায় না পেয়ে ছুটে  গিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। সিসিডিএম তাঁর কথায় সাড়া দেয়নি। মাত্র একজন খেলোয়াড়ের জন্য ম্যাচ বন্ধ করতে রাজি হয়নি। সব মিলিয়ে এখন বিপাকে পড়েছেন মুমিনুল। বিয়ের গাড়িতে উঠবেন না খেলার মাঠে নামবেন?

Bootstrap Image Preview