Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল হোল্ডাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


আগামী ৫ ই মে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য সবার আগে দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ দল। ঘোষিত দলে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক তারকা ক্রিকেটারকে। 

স্বাগতিক আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ট্রাই নেশন সিরিজে ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট চলমান আইপিএলে নিয়ে ব্যস্থ থাকায় ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবিয়ান বোর্ডের পরিচালক।

দীর্ঘ দুই বছরের বিরতির পর দলে ফিরেছেন জোনাথন কার্টার। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা শন ডওরিচকেও প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজের জন্য উইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জন চ্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শন ডওরিচ এবং জোনাথন কার্টার।

Bootstrap Image Preview