Bootstrap Image Preview
ঢাকা, ২৭ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেনিজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview


ভেনিজুয়েলার সাবেক এক জেনারেল ও হুগো শ্যাভেজ সরকারের সামরিক গোয়েন্দা প্রধানকে শুক্রবার স্পেনের মাদ্রিদ থেকে গ্রেফতার করা হয়েছে।

কোকেন পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র ও মার্কিন বিচার বিভাগ একথা জানায়। খবর এএফপি’র।

সাবেক এই জেনারেলের নাম কারভাজাল ওরফে ‘এল পোলো’। স্প্যানিশ পুলিশ তাকে তার ছেলের বাড়ি থেকে আটক করে।

সম্প্রতি তিনি ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর পক্ষে কথা বলে পত্রিকার শিরোনাম হন।

এক বিবৃতিতে বিচার বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে কারভাজালের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত ২ মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক সংকট চলছে।

Bootstrap Image Preview